এই বেশ ভাল আছি।
এই বেশ ভাল আছি।
এই বেশ ভাল আছি, কর্ম কাজ নেই, গাড়ি ঘোড়া কিছু নেই,
অফিস কাচারি নেই, হাজিরা কামাই নেই,
শব্দ বা পরিবেশ দূষণ বালাই নেই,
সময় দেই না বলে, তেলে বেগুণ জ্বলে গিন্নীর রাগ নেই,
টেলিফোনে ডাক নেই, শহরেতে কারফিউ, লোকজন কেউ নেই,
এক-চার-চার ধারা, ফুটপাথে থাকে যারা, কেউ কোথ্ থাও নেই,
নেই নেই কিছু নেই, তবুও তো আছে কিছু, বলতে যা বাধা নেই–
(দু’নয়নে ভয় আছে, মনে সংশয় আছে)-২,
ঐ ধর্মের বাঘ হেসে, আবার উঠোনে এসে,
আশ্রয় চেয়ে যায় মানুষেরই কাছে।
তাই, ভয় আছে
(দু’নয়নে ভয় আছে, মনে সংশয় আছে)-২।
ভেঙে গেলে জোড়া যায় মন্দির মসজিদ,
ভাঙা কাঁচ, ভাঙা মন যায় না,
রাম আছে, শ্যাম আছে, কোরান ইসলাম আছে,
রক্তলোলুপ কিছু হায়না।
এদেশটা ফাঁকা আছে, বিদেশের টাকা আছে,
ধর্ম না গ্রাস করে আমাদের পাছে।
তাই, ভয় আছে
(দু’নয়নে ভয় আছে, মনে সংশয় আছে)-২।
ঐ ধর্মের বাঘ হেসে, আবার উঠোনে এসে,
আশ্রয় চেয়ে যায় মানুষেরই কাছে।
তাই, ভয় আছে
দু’নয়নে ভয় আছে, মনে সংশয় আছে।
দু’নয়নে ভয় আছে;
এই বেশ ভাল আছি। এই বেশ ভাল আছি।
এই বেশ ভাল আছি, ভাবার সময় আছে, তবুও ভাবনা নেই,
পার্কে তে ঘোরা নেই, সিনেমায় যাওয়া নেই,
উঠতি যুবকদের যাতনার সীমা নেই,
শিহরণ আনে প্রেমে এমন বাতাস নেই,
যুবতীর কটাক্ষ, চীরে দেয় এ বক্ষ, হায়রে এমন দিনে
সেই অবকাশ নেই, চাল নেই, ডাল নেই, পয়সার দাম নেই,
তবুও টিভির স্ক্রীনে খেলার বিরাম নেই।
নেই নেই কিছু নেই, তবুও তো আছে কিছু, বলতে যা বাধা নেই–
দু’নয়নে ভয় আছে, মনে সংশয় আছে…।
Lyricist : Nachiketa Chakraborty
Composer : Nachiketa Chakraborty
Singer : Nachiketa Chakraborty
- Lyricist : Nachiketa Chakraborty
- Composer : Nachiketa Chakraborty
- Singer : Nachiketa Chakraborty
Related Posts
- অন্তবিহীন পথ চলাই জীবন- Antobihin Path Cholai Jibon Nachiketa ♣ Nachiketa
- চোর – ভিড় করে ইমারত – Chor Vir kore Imarat- Nachiketa ♣ Nachiketa
- সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা – se prothom pem Nachiketa ♣ Nachiketa
- সারে জাঁহা ছে আচ্ছা নচিকেতা – sare Jahan se accha Nachiketa ♣ Nachiketa
- যদি হঠাত আবার দেখা হয় দুজনার – Jodi hothat abar – Nachiketa Chakraborty ♣ Nachiketa
- অ্যাম্বিশান – কেউ হতে চায় ডাক্তার – Ambition – Keu Hote Chay – Nachiketa Chakraborty ♣ Nachiketa
- বৃদ্ধাশ্রম – ছেলে আমার মস্ত মানুষ – Briddhashram – Nachiketa Chakraborty ♣ Nachiketa
- আমি সরকারি কর্মচারী – Ami Sarkari Kormochari – Nachiketa ♣ Nachiketa
- তুমি আসবে বলেই – Tumi asbe bolei Nachiketa ♣ Nachiketa
- যখন সময় থমকে দাঁড়ায় – Jokhon Shomoy Thomke daray Nachiketa ♣ Nachiketa
© 2025 | All rights reserved | Developed By : Ram Krishna paul