একটু ভালো করে বাঁচবো বলে আর একটু বেশী রোজগার
ছাড়লাম ঘর আমি ছাড়লাম ভালোবাসা আমার নীলচে পাহাড়।
পারলো না কিছুতেই তোমার কলকাতা আমাকে ভুলিয়ে দিতে
পাহাড়ি রাস্তার ধারে বস্তির আমার কাঞ্চনকে।
কাঞ্চন জানা কাঞ্চন ঘর
কাঞ্চনজংঘা কাঞ্চন মন।
তো পাইলে সোনা ভনু লইয়ো
মউল্লা হাঙচুকাঞ্চন।
সোনার খোঁজে কেউ কতদুর দেশে যায় আমি কলকাতায়
সোনার স্বপ্ন খুঁজে ফিরি একা একা তোমাদের ধর্মতলায়।
রাত্রির নেমে এলে তিনশো বছরের সিমেন্টের জঙ্গলে
ফিরে চলে যাই সেই পাহাড়ি বস্তির কাঞ্চনের কোলে।
জং ধরা রঙ চটা পার্কের বেঞ্চিটা আমার বিছানা,
কখন যে তুলে নিয়ে গিয়েছিলো আমাকে তোমাদের থানা।
তিন মাস জেল খেটে এখন আমি সেই থানার দারোয়ান,
পারবো না ফিরে পেতে হয়তো কোনদিন আমার সেই কাঞ্চন।
কাঞ্চন জানা কাঞ্চন ঘর
কাঞ্চনজংঘা কাঞ্চন মন।
তো পাইলে সোনা ভনু লইয়ো
মউল্লা হাঙচুকাঞ্চন।
বেড়াতে যদি তুমি যাও কোনদিন আমার ক্যালিংপঙ
জেনে রেখো শংকর হোটেলের ভাড়া টুরিস্ট লজের থেকে কম।
রাত্রির নেমে এলে আসবে তোমার ঘরে চুল্লিটা জ্বালিয়ে দিতে
আর কেউ নয় সে যে আমার ফেলে আসা নীলচে পাহাড়ি মেয়ে।
বলো না তাকে আমি দারোয়ান শুধু বলো করছি ভালোই রোজগার
ঐ বস্তির ড্রাইভার চিগমির সাথে যেন বেঁধে না ফেলে সংসার।
আর কিছু টাকা আমি জমাতে পারলে যাবো যাবো ফিরে
পাহাড়ি রাস্তার ধারের বস্তির আমার নিজের ঘরে।
আর যদি দেখ তার কপালে সিঁদুর বলো না কিছুই তাকে আর,
শুধু এই সত্তর টাকা তুমি যদি পারো গুজে দিও হাতে তার।
ট্রেনের টিকিটের ভাড়াটা সে দিয়েছিলো কানের মাকড়ী বেঁচে
ভালোবাসার সেই দাম তুমি দিয়ে দিও আমার কাঞ্চনকে।
কাঞ্চন জানা কাঞ্চন ঘর
কাঞ্চনজংঘা কাঞ্চন মন।
তুমি যাকে বলো সোনা
আমি তাকে বলি কাঞ্চন।
কাঞ্চন জানা কাঞ্চন ঘর
কাঞ্চনজংঘা কাঞ্চন মন।
তো পাইলে সোনা ভনু লইয়ো
মউল্লা হাঙচুকাঞ্চন।
- Lyricist : Anjan Dutta
- Composer : Anjan Dutta
- Singer : Anjan Dutta
Related Posts
- বসে আছি ইস্টিশানেতে – boshe achi istitionete – Anjan Datta ♣ Anjan dutta
- আকাশ ভরা সূর্য তারা – Akash vora surjo tara Anjan Dutta ♣ Anjan dutta
- আমি বৃষ্টি দেখেছি – Ami Brishti Dekhechi Anjan Dutta ♣ Anjan dutta
- তুমি আসবে বলে তাই – Tumi Asbe Bole Anjan Datta ♣ Anjan dutta
- শুনতে কি চাও তুমি – Shunte ki chao tumi – Anjan Datta ♣ Anjan dutta
- Tumi na thakle – Anjan Dutta – তুমি না থাকলে ♣ Anjan dutta
- দু’টো মানুষ – Duto Manush – Anjan Dutta ♣ Anjan dutta
- মাসের প্রথম দিনটা – Masher Prothom dinta – Anjan Datta ♣ Anjan dutta
- একদিন বৃষ্টিতে বিকেলে – Ekdin Brishtite bikele – Anjan Dutta ♣ Anjan dutta
- মিসেস মুখার্জী – Mrs. Mukherjee – Anjan Dutta ♣ Anjan dutta
- শেষ বলে কিছু নেই – Shesh bole kichu nei – Anjan Dutta ♣ Anjan dutta
- ম্যারী এ্যান – Mary Ann – Anjan Dutta ♣ Anjan dutta
- রঞ্জনা আমি আর আসবো না – Ranjana Ami Aar Asbona – Anjan Dutta ♣ Anjan dutta
- ২৪৪১১৩৯ – চাকরিটা আমি পেয়ে গেছি – Chakrita Ami Peye Gechi – Anjan Dutta ♣ Anjan dutta
© 2025 | All rights reserved | Developed By : Ram Krishna paul