আহ…
(বাঁশি শুনে আর কাজ নাই
সে যে ডাকাতিয়া বাঁশি)-২।
সে যে দিন দুপুরে চুরি করে
রাত্তিরেতো কথা নাই
ডাকাতিয়া বাঁশি।।

ও…
(শ্রবণে বিষ ঢালে শুধু বাঁশি
পোড়ায় প্রাণ গরলে
ঘুচাব তার নষ্টামী আজ আমি
সঁপিব তায় অনলে)-২।
সে যে দিন দুপুরে চুরি করে
রাত্তিরেতো কথা নাই,
ডাকাতিয়া বাঁশি।।

ও…
(বাঁশেতে ঘুণ ধরে যদি কেন
বাঁশিতে ঘুণ ধরে না,
কত জনায় মরে শুধু পোড়া
বাঁশি কেন মরে না)-২।
চোরা দিন দুপুরে চুরি করে
রাত্তিরেতো কথা নাই,
ডাকাতিয়া বাঁশি।।

 
  • Singer : Sachin Dev Burman

Message us


To Place Advertisement : geetikar@gmail.com

© 2025 | All rights reserved | Developed By : Ram Krishna paul