এই রাঙামাটির পথে লো – Ei Ranga matir pathe lo – Nazrul
Uploaded by :
Geetikar
★ Category :
Bengali songs, Indian Bangla, Indrani Sen, Nazrul Sangeet
এই রাঙামাটির পথে লো
মাদল বাজে বাজে বাঁশের বাঁশি
ও বাঁশি বাজে বুকের মাঝে লো
মন লাগে না কাজে লো
রইতে নারি ঘরে আমার
প্রাণ হলো উদাসী লো
মাদলীয়ার তালে তালে
অঙ্গ ওঠে দুলে লো
দোল লাগে শাল পিয়াল বনে
নতুন খোপার ফুলে লো
মহুয়া বনে লুটিয়ে পরে
মাতাল চাঁদের হাসি লো
চোখে ভালো লাগে যাকে
তারে দেখবো পথের বাঁকে
তার চাচড় কেশে পড়িয়ে দেবো
ঝুমকো জবার ফুল লো
তার গলার মালার কুসুম কেড়ে
পড়বো কানের দুল
তার নাচের তালের ইশারাতে
বলবো ভালোবাসি লো
- Lyricist : Poet Kazi Nazrul Islam
- Singer : Indrani Sen
Related Posts
- ভালোবাসি ভালোবাসি – Bhalobashi Bhalobashi ♣ Indrani Sen
- মনে পড়ে আজ সে কোন্ জনমে – Mone Pare Aj Se Kon Janame ♣ Indrani Sen♣ Nazrul Sangeet
© 2025 | All rights reserved | Developed By : Ram Krishna paul