গহন ঘন ছাইল গগন ঘনাইয়া।

স্তিমিত দশ দিশি, স্তম্ভিত কানন,

সব চরাচর আকুল কী হবে কে জানে

ঘোরা রজনী, দিকললনা ভয়বিভলা ।।

 

(চমকে চমকে সহসা দিক উজলি

চকিতে চকিতে মাতি ছুটিল বিজলি) – ২

থরথর চরাচর পলকে ঝলকিয়া

ঘোর তিমিরে ছায় গগন মেদিনী

গুরুগুরু নীরদগরজনে স্তব্ধ আধার ঘুমাইছে,

(সহসা উঠিল জেগে প্রচণ্ড সমীরণ) – ২
কড়কড় বাজ ।।

 
  • Lyricist : Rabindra Nath Tagore (রবীন্দ্র নাথ ঠাকুর)

Message us


To Place Advertisement : geetikar@gmail.com

© 2025 | All rights reserved | Developed By : Ram Krishna paul