তুমি কোন কাননের ফুল
কোন গগণের তারা
তোমায় কোথায় দেখেছি
যেন কোন স্বপনের পাড়া..(২)

 

কবে তুমি গেয়েছিলে
আঁখির পানে চেয়েছিলে
ভুলে গিয়েছি..
শুধু মনের মধ্যে জেগে আছে
ওই নয়নের তারা..
তুমি কোন কাননের ফুল
কোন গগণের তারা।

 

তুমি কথা কয়ো না
তুমি চেয়ে চলে যাও
ওই চাঁদের আলোতে
তুমি হেসে গলে যাও
আমি ঘুমের ঘোরে চাঁদের পানে
চেয়ে থাকি মধুর প্রানে…
তোমার আঁখির মতন দুটি তারা
ঢালুক কিরণধারা…

 

তুমি কোন কাননের ফুল
কোন গগনের তারা
তোমায় কোথায় দেখেছি
যেন কোন স্বপনের পাড়া..
তুমি কোন কাননের ফুল
কোন গগণের তারা।।

 

======== xxxx ========

 
  • Lyricist : Rabindra Nath Tagore (বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর)

Message us


To Place Advertisement : geetikar@gmail.com

© 2025 | All rights reserved | Developed By : Ram Krishna paul