ভালোবাসি,ভালোবাসি
এই সুরে কাছেদূরে
জলেস্থলে বাঁজায়
বাঁজায় বাঁশি
[ভালোবাসি,ভালোবাসি](২)

 

আকাশে কার বুকের মাঝে
ব্যথা বাঁজে
দিগন্তে কার কালোআঁখি
আঁখির জলে
যায়ভাসি,ভালোবাসি
ভালোবাসি,ভালোবাসি।

 

[সেইসুরে সাগরকূলে বাঁধনখুলে
অতলরোদুন উঠে দূরে]-(২)
সেই সুরে বাঁজে মনে অকারনে
ভুলে যাওয়া গানের বাণী
ভোলায় দেবে কাঁদোন
কাঁদোন হাসি
[ভালোবাসি, ভালোবাসি]-(২)

======= xxx ========

 
  • Lyricist : Rabindra Nath Tagore

Message us


To Place Advertisement : geetikar@gmail.com

© 2025 | All rights reserved | Developed By : Ram Krishna paul