মাটির বুকের মাঝে বন্দী যে জল মিলিয়ে থাকে
মাটি পায় না, পায় না, মাটি পায় না তাকে॥
কবে কাটিয়ে বাঁধন পালিয়ে যখন যায় সে দূরে
আকাশপুরে গো,
তখন কাজল মেঘের সজল ছায়া শূন্যে আঁকে,
সুদূর শূন্যে আঁকে–
মাটি পায় না, পায় না, মাটি পায় না তাকে॥
শেষে বজ্র তারে বাজায় ব্যথা বহ্নিজ্বালায়,
ঝঞ্ঝা তারে দিগ্বিদিকে কাঁদিয়ে চালায়।
তখন কাছের ধন যে দূরের থেকে কাছে আসে
বুকের পাশে গো,
তখন চোখের জলে নামে সে যে চোখের জলের ডাকে,
আকুল চোখের জলের ডাকে–
মাটি পায় রে, পায় রে, মাটি পায় রে তাকে॥
*********************************************
Matir buker majhe bondi je jol miliye thake
mati pay na, pay na, mati pay na take
kobe katiye badhon paliye jokhon jay se dure
akashpure go,
tokhon kajol megher sojol chaya shunye ake,
sudur shunye ake
mati pay na, pay na, mati pay na take
shese bojro tare bajay bytha bonhijalay,
jhonjha tare digbidike kadiye chalay
tokhon kacher dhon je durer theke kache ase
buker pashe go,
tokhon chokher jole name se je chokher joler dake,
akul chokher joler dake
mati pay re, pay re, mati pay re take
- Singer : Kanika Banerjee
- Lyricist : Rabindranath Tagore
- Composer : Rabindranath Tagore
Related Posts
- আমার না-বলা বাণীর ♣ Kanika Banerjee
© 2024 | All rights reserved | Developed By : Ram Krishna paul