গুরুর দয়া যারে হয় সেই জানে।
যে রূপে সাঁই বিরাজ করে দেহ ভুবনে।।

জলের বিম্ব আলের উপর
আখন্ড প্রলয়ের মাঝার।
যার বিন্দুতে হয় সিন্ধু তাহার
ধারা বয় ত্রিগুণে।।

শহরে সহস্র পাড়া
তিনটি পথ তার এক মহড়া।
আলেক সওয়ার পবন ঘোড়া
ফিরছে সেইখানে।।

হাতের কাছে আলেক শহর
রঙবেরঙের উঠছে লহর।
সিরাজ সাঁই কয় লালন রে তোর
সদাই ঘোর মনে।।

  • Lyricist : Lalon Fakir

Message us


To Place Advertisement : geetikar@gmail.com

© 2024 | All rights reserved | Developed By : Ram Krishna paul