ও– ও–
গোলাপের অলি আছে ফাগুনের আছে বাহার
সকলেরই সাথী আছে শুধু কেউ নেই আমার (সাথী)(হায় গো)
কেউ নেই আমার, (আমার)(ওহো হো)
কেউ নেই আমার ।।

 

(নয়নের কত কাছে সকলের ছোয়া আছে)-২
মালা খানি গাথা আছে সে আসন পাতা আছে
সাধ আছে কত আশার সুখ আছে ভালবাসার
শুধু কেউ নেই আমার কেউ নেই আমার ।।

 

ও-ও-ও-ও, ও-ও-ও-ও, ও…

 

(বাশীতেও সুর বাজে অভিসারে রাঈ সাজে)-২
নুপুরেরও রিনিঝিনি মন বলে চিনিচিনি
সবই আছে ভাল লাগার চেয়ে চেয়ে রাত জাগার
শুধু কেউ নেই আমার সাথী কেউ নেই আমার ।।

 

 
  • Singer : Manna Dey (মান্না দে)

Related Posts

Message us


To Place Advertisement : geetikar@gmail.com

© 2024 | All rights reserved | Developed By : Ram Krishna paul