মেঘলা মেয়ে মেঘেরই সাজ পরেছে।
কার ছায়া তার মনেতে আজ ধরেছে।।

 

একতাঁরা ঐ কার বাজে তাইতো যে হৃদয় নাচে।
একলা চলার পথ যেনো আজ সংগী করেছে।।

 

এইবেলা তার এইখেলাতে মন দিতে সে চায়
কার তরে ঐ বিদ্যুতেরই মালা গেঁথে যায়।

 

যার লাগি দিশাহারা, পেলোনা কি তাঁর সাড়া।
তাই বুঝি দু’নয়নেতে অশ্রু ঝরেছে।।

 

Singer : Manna Dey

Related Posts

Message us


To Place Advertisement : geetikar@gmail.com

© 2025 | All rights reserved | Developed By : Ram Krishna paul