আমি সারারাত শুধু যে কেঁদেছি।
বুঝিনি এ ভাবে তুমি চলে যাবে।
জানি না কি অপরাধ করেছি।।

 

পারিনি কিছুতে নিজেকে বোঝাতে
কী করে সবই যে হলো হারাতে
পারিনি সে রাতে তোমায় ফেরাতে
ডেকেছি এ আঁখি শুন্য দুহাতে

তবে কি ভুলেরই স্বর্গ গড়েছি।
জানিনা কী অপরাধ করেছি।।

 

জানি না কি পেলে তুমি এ খেলাতে
সুখেরই ছবিটি ছিড়ে ফেলাতে
জানি না তোমাকে আমি কি দিয়েছি
নিজে চেয়েছি কী-বা পেয়েছি
চোখেরই জলেতে মুক্তো যে ধরেছি।।

বুঝিনি এ ভাবে তুমি চলে যাবে
জানি না কি অপরাধ করেছি।।

 

  • Singer : Manna Dey

Related Posts

Message us


To Place Advertisement : geetikar@gmail.com

© 2025 | All rights reserved | Developed By : Ram Krishna paul