আমার একলা আকাশ থমকে গেছে
রাতের স্রোতে ভেসে,
শুধু তোমায় ভালোবেসে
আমার দিনগুলো সব রঙ চিনেছে
তোমার কাছে এসে
শুধু তোমায় ভালোবেসে…
তুমি চোখ মেললেই ফুল ফুঁটেছে
আমার ছাঁদে এসে
ভোরের শিশির ঠোট ছুঁয়ে
তোমায় ভালোবেসে..
আমার একলা আকাশ থমকে গেছে
রাতের স্রোতে ভেসে,
শুধু তোমায় ভালোবেসে।
আমার ক্লান্ত মন,ঘর খুঁজেছে যখন
আমি চাইতাম পেঁতে চাইতাম
শুধু তোমার টেলিফোন।
ঘরভরা দুপুর আমার একলা থাকার সুর
রোদ গাঁইতো আমি ভাবতাম
তুমি কোথায় কতোদূর?
আমার বেসুর গিতার সুর বেঁধেছে
তোমার কাছে এসে
শুধু তোমায় ভালোবেসে।
আমার একলা আকাশ চাঁদ ছিনেছে
তোমার হাসি হেসে
শুধু তোমায় ভালোবেসে..
অলস মেঘের মন
আমার আবছা ঘরের কোণ
চেয়ে রইতো, ছুঁতে চাইতো,
তুমি আসবে আর কখন?
শ্রান্ত ঘুঘুর ডাঁক
ধুলোমাখা বইয়ের তাক
যেন বলছে বলে চলছে
থাক অপেক্ষাতেই থাক।
আমার একলা আকাশ থমকে গেছে
রাতের স্রোতে ভেসে
শুধু তোমায় ভালোবেসে।
আমার দিনগুলো সব রঙ চিনেছে
তোমার কাছে এসে
শুধু তোমায় ভালোবেসে।
- Singer : Shreya Ghoshal
Related Posts
- চল রাস্তায় সাজি ট্রাম লাইন (Chol rastay saaji tram line) ♣ Shreya Ghoshal♣ চল রাস্তায় সাজি ট্রাম লাইন (Chol rastay saaji tram line)
- Thodi Der ♣ Farhan Saeed♣ Shreya Ghoshal
- Bheed Mein Tanhai Mein …………. ♣ Shreya Ghoshal♣ Udit Narayan
- Agar Tum Mil Jao ……. ♣ Shreya Ghoshal
- God Allah Aur Bhagwan Ne Banaya Ek Insaan ♣ filmy song♣ Shreya Ghoshal♣ Sonu Nigam
- sunn raha hai na tu ♣ Arijit singh♣ filmy song♣ Shreya Ghoshal
© 2025 | All rights reserved | Developed By : Ram Krishna paul