মোর হৃদয়ের গোপন বিজন ঘরে
একেলা রয়েছ নীরব শয়ন-‘পরে
প্রিয়তম হে, জাগো জাগো জাগো ॥

 

রুদ্ধ দ্বারের বাহিরে দাঁড়ায়ে আমি
আর কতকাল এমনে কাটিবে স্বামী
প্রিয়তম হে, জাগো জাগো জাগো ॥

 

রজনীর তারা উঠেছে গগন ছেয়ে,
আছে সবে মোর বাতায়ন পানে চেয়ে
প্রিয়তম হে, জাগো জাগো জাগো।

 

জীবনে আমার সঙ্গীত দাও আনি,
নীরব রেখো না তোমার বীণার বাণী
প্রিয়তম হে, জাগো জাগো জাগো ॥

 

মিলাব নয়ন তব নয়নের সাথে,
মিলাব এ হাত তব দক্ষিণহাতে

প্রিয়তম হে, জাগো জাগো জাগো।
হৃদয়পাত্র সুধায় পূর্ণ হবে,

তিমির কাঁপিবে গভীর আলোর রবে
প্রিয়তম হে, জাগো জাগো জাগো ॥

 

রবীন্দ্র সঙ্গীত
গীতিকারঃ রবীন্দ্র নাথ ঠাকুর
Rabindra Sangeet
Lyricist : Poet Rabindra Nath Tagore

Related Posts

Message us


To Place Advertisement : geetikar@gmail.com

© 2025 | All rights reserved | Developed By : Ram Krishna paul