Madhyadiner bijano batayone
klanti vara kono bedona mayaa shwapna vashe vashe mone mone
Koyshore je salaj kanakani khunje chilo prothom premer banee
Aj keno tai tapto haway haway maro miche gahano bone bone
Je noirasha gavir oshru jole dube chilo biswaraner tale
Aj keno she bonojutheer bashe uchhoshilo modhur nishwashe,
Sarabela chapar chayay chayay gunjoria othe khone khone ||

 

======+++======

 

মধ্যদিনের বিজন বাতায়নে
ক্লান্তি ভরা কোন বেদনা মায়া স্বপ্না ভাসে ভাসে মনে মনে
কৈশরে যে সলাজ কানাকানি খুঁজে ছিলো প্রথম প্রেমের বাণী
আজ কেনো তাই তপ্ত হাওয়ায় হাওয়ায় মরমিছে গহন বনে বনে
যে নৈরাশা গভীর অশ্রু জলে ডুবে ছিলো বিস্বরনের তলে
আজ কেনো সে বনযুথীর বাসে উচ্ছসিল মধুর নিশ্বাসে,
সারাবেলা চাপার ছায়ায় ছায়ায় গুঞ্জরিয়া ওঠে ক্ষণে ক্ষণে।।

 
  • Lyricist : Rabindra Nath Tagore (রবীন্দ্র নাথ ঠাকুর)

Related Posts

Message us


To Place Advertisement : geetikar@gmail.com

© 2024 | All rights reserved | Developed By : Ram Krishna paul