হৃদয় আমার, ওই বুঝি তোর বৈশাখী ঝড় আসে।
বেড়া ভাঙার মাতম নামে উদ্দাম উল্লাসে
তোমার মোহন এলো ভীষন বেশে, আকাশ ঢাকা জটিল কেশে-
বুঝি এলো তোমার সাধন ধন চরম সর্বনাশে
বাতাসে তর সুর ছিলনা, ছিল তাপে ভরা
পিপাসাতে বুক-ফাটা তোর শুষ্ক কঠিন ধরা।
এবার জাগ রে হতাস, আয় রে ছুতে অবসাদের বাঁধন টুটে-
বুঝি এলো তোমার পোথের সাথী বিপুল অট্টহাসে

  • Lyricist : Rabindra Nath Tagore

Related Posts

Message us


To Place Advertisement : geetikar@gmail.com

© 2024 | All rights reserved | Developed By : Ram Krishna paul