শাঙন গগনে ঘোর ঘনঘটা,নিশীথযামিনী রে।

কুঞ্জপখে, সখি, ক্যায়ছে যাওব অবলা কামিনী রে।

উন্মাদ পবনে যমুনা তর্জিত ঘনঘন গরজিত মেহ

দমকত বিদ্যুত পথতরু লন্ঠিত থর থর কম্পিত দেহ

ঘনঘন রিমঝিম রিমঝিম রিমঝিম বরখত নীরদপুঞ্জ।

শাল পিয়ালে তাল তমালে নিবির তিমিরময় কুঞ্জ।

কহ রে সজনী এদুরুযোগে কুঞ্জে নীরদয় কান

দারুন বাঁশী কাহ বজায়ত সকরুণ রাধা নাম।

মোতিম হারে বেশ বনাদে সীঁথি লগা দে ভালে।

উরহি বিলুন্ঠিত লোল চিকুর মম বাধহ চম্পকমালে।

গহন রয়নমে ন যাও, বালা, নওলকিশোরক পাশ।

গরজে ঘন ঘন, বহু দর পাওব,কহে ভানু তব দাশ।

 
  • Lyricist : Rabindra Nath Tagore (রবীন্দ্র নাথ ঠাকুর)
  • Singer : Hemanta Mukherjee

Related Posts

Message us


To Place Advertisement : geetikar@gmail.com

© 2024 | All rights reserved | Developed By : Ram Krishna paul