ঝরঝর বরিষে বারিধারা।

হায় পথবাসী, হায় গতিহীন, হায় গৃহহারা

ফিরে বায়ু হাহা স্বরে,ডাকে কারে জনহীন অসীম প্রান্তরে

রজনী আধারা

অধীরা যমুনা তরঙ্গ -অকুলা অকুলা রে, তিমির দুকূলা রে।

নিবির নীরদ গগনে গরগর গরজে সঘনে,

চঞ্চলাচপলা চমকে-নাহি শশীতারা

  • Lyricist : Rabindra Nath Tagore

Related Posts

Message us


To Place Advertisement : geetikar@gmail.com

© 2025 | All rights reserved | Developed By : Ram Krishna paul