আমার পরান যাহা চায়,
তুমি তাই তুমি তাই গো ।
তোমা ছাড়া আর এ জগতে
মোর কেহ নাই, কিছু নাই গো ।।

তুমি সুখ যদি নাহি পাও,
যাও, সুখের সন্ধানে যাও,
আমি তোমারে পেয়েছি হৃদয়মাঝে
-আর কিছু নাহি চাই গো ।।

আমি তোমার বিরহে রহিব বিলীন,
তোমাতে করিব বাস-দীর্ঘ দিবস,
দীর্ঘ রজনী,দীর্ঘ বরষ মাস ।

যদি আর-কারে ভালোবাস,
যদি আর ফিরে নাহি আস,
তবে তুমি যাহা চাও তাই যেন পাও
-আমি যত দুখ পাই গো ।।

 

 
  • Lyricist : Rabindra Nath Tagore

Related Posts

Message us


To Place Advertisement : geetikar@gmail.com

© 2024 | All rights reserved | Developed By : Ram Krishna paul