ঠিক এমন এভাবে
তুই থেকে যা স্বভাবে ,
আমি বুঝেছি ক্ষতি নেই ,
আর তুই ছাড়া গতি নেই । (২)

ছুঁয়ে দে আঙুল,
ফুটে যাবে ফুল ভিজে যাবে গাঁ ,
কথা দেয়া থাক
গেলে যাবি চোখের বাইরে না ।(২)

তোরই মতো কোন একটা কেউ ,
কথা দিয়ে যায় , ছাড়া হয়ে যায় ।
তোরই মতো কোন একটা ঢেউ ,
ভাসিয়ে আমায় দূরে নিয়ে যায় ।

ছুঁয়ে দে আঙুল,
ফুটে যাবে ফুল ভিজে যাবে গাঁ ,
কথা দেয়া থাক
গেলে যাবি চোখের বাইরে না ।(২)

আটকে তোকে রাখতে চাইছি খুব ,
সকালে আমার বিকেলে আমার ।
তুই ডাক না দিলে থাকবো আমি চুপ ,
দিনেতে আমার দুপুরে আমার ।

ঠিক এমন এভাবে
তুই থেকে যা স্বভাবে ,
আমি বুঝেছি ক্ষতি নেই ,
আর তুই ছাড়া গতি নেই । (২)

ছুঁয়ে দে আঙুল,
ফুটে যাবে ফুল ভিজে যাবে গাঁ ,
কথা দেয়া থাক
গেলে যাবি চোখের বাইরে না ।(২)

***********************************

Thik emon ebhabe
tui theke ja sovabe,
ami bujhechi khoti nei,
ar tui chara goti nei (2)

chuye de angul
phute jabe phul vije jabe ga,
kotha dea thak
gele jabi cokher baire na (2)

tori moto kono ekta keu,
kotha diye jay, chara hoye jay
tori moto kono ekta dheu,
vasiye amay dure niye jay

chuye de angul
phute jabe phul vije jabe ga,
kotha dea thak
gele jabi cokher baire na (2)

atke toke rakhte chaichi khub,
sokale amar bikele amar
tui dak na dile thakbo ami chup,
dinete amar dupure amar

Thik emon ebhabe
tui theke ja sovabe,
ami bujhechi khoti nei,
ar tui chara goti nei (2)

chuye de angul
phute jabe phul vije jabe ga,
kotha dea thak
gele jabi cokher baire na (2)

  • Singer : Arijit Singh
  • Lyricist : Prasen
  • Composer : Arindom Chatterjee
  • Movie : Gangster

Related Posts

Message us


To Place Advertisement : geetikar@gmail.com

© 2024 | All rights reserved | Developed By : Ram Krishna paul