যে সমাধি বেদিটার ঠিক উপরে
ঝুলন্ত গাছটা পড়েছে নুয়ে
ওখানে যে রয়েছে শুয়ে
তার ভাগ্যকে আমি ঈর্ষা করি।।

 

ফুল নিয়ে আসতে যখন
ভুলে যাবে সব প্রিয়জন।

ঐ গাছটা তখন তার ফুল ঝরাবে
ঐ বেদিটা শিশির দিয়ে রাখবে ধুয়ে
ওখানে যে রয়েছে শুয়ে
তার ভাগ্যকে আমি ঈর্ষা করি

 

চিরদিন রাখবে মনে
এমন সময় কারো নেই
এতো কারো অপরাধ নয়
কালের খেলাই হলো এই

 

এ জীবনে সত্য সেটা মেনে নিতে দোষ কি
যত দিন পোহাবে স্মৃতি পুরানো হবে
কে তাকে চিরটা কাল থাকবে ছুঁয়ে
ওখানে যে রয়েছে শুয়ে
তার ভাগ্যকে আমি ঈর্ষা করি।।

  • Lyricist : Pulak Bandyopadhyay
  • Composer : Mrinal Bandopadhyay
  • Singer : Manna Dey

Related Posts

Message us


To Place Advertisement : geetikar@gmail.com

© 2024 | All rights reserved | Developed By : Ram Krishna paul